রাহু কবচম্ – Rahu Kavacham in bengali

রাহু গ্রহের ভয় প্রায়ই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী মানুষের মনে কখনো না কখনো হয়েই থাকে। প্রতিটি গ্রহ কোনো না কোনো সময়ে প্রত্যেক ব্যক্তির জীবনে প্রভাব ফেলে। এখন দেখার বিষয় হল, এটি শুভ লক্ষণ নিয়ে এসেছে নাকি অশুভ।

অনুগ্রহ করে খেয়াল রাখুন যে নিজের মন মতো কোনো কবচ, মন্ত্র বা শ্লোকের পাঠ করবেন না। কেবলমাত্র যোগ্য জ্যোতিষী বা গুরুদের পরামর্শ ও তত্ত্বাবধানে তা করুন।

এই রাহু কবচ মহাভারতে আছে। দ্রোণ পর্বে রাজা ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের সংলাপের সময় এটি উল্লেখিত হয়েছে।

লাভ:
যে কেউ এই রাহু কবচের পাঠ করে তাকে নিম্নলিখিত জিনিসগুলি প্রাপ্ত হয়:

  • অপরিসীম যশ, নাম-সম্মান
  • সম্পদ, ধন-দৌলত
  • সুস্থ শরীর, রোগ থেকে মুক্তি
  • বিজয়, জীবনে জয়ের প্রাপ্তি

রাহু গ্রহকে শান্ত করার এবং অনুকূল করার অন্যান্য উপায়গুলির মধ্যে রাহু অষ্টোত্তর শত নাম স্তোত্রম, রাহু মন্ত্র ইত্যাদিও অন্তর্ভুক্ত।

Download “Rahu Kavacham in bengali PDF” rahu-kavacham-in-bengali.pdf – Downloaded 566 times – 252.99 KB

हिंदी English ❈ বাংলা (Bangla) ❈ ગુજરાતી (Gujarati) ❈  ಕನ್ನಡ (Malayalam) ❈  ಕನ್ನಡ (Kannada) ❈   தமிழ் (Tamil) తెలుగు (Telugu) ❈

ধ্যানম্
প্রণমামি সদা রাহুং শূর্পাকারং কিরীটিনম্ ।
সৈংহিকেযং করালাস্যং লোকানামভযপ্রদম্ ॥ 1॥

। অথ রাহু কবচম্ ।

নীলাংবরঃ শিরঃ পাতু ললাটং লোকবংদিতঃ ।
চক্ষুষী পাতু মে রাহুঃ শ্রোত্রে ত্বর্ধশরিরবান্ ॥ 2॥

নাসিকাং মে ধূম্রবর্ণঃ শূলপাণির্মুখং মম ।
জিহ্বাং মে সিংহিকাসূনুঃ কংঠং মে কঠিনাংঘ্রিকঃ ॥ 3॥

ভুজংগেশো ভুজৌ পাতু নীলমাল্যাংবরঃ করৌ ।
পাতু বক্ষঃস্থলং মংত্রী পাতু কুক্ষিং বিধুংতুদঃ ॥ 4॥

কটিং মে বিকটঃ পাতু ঊরূ মে সুরপূজিতঃ ।
স্বর্ভানুর্জানুনী পাতু জংঘে মে পাতু জাড্যহা ॥ 5॥

গুল্ফৌ গ্রহপতিঃ পাতু পাদৌ মে ভীষণাকৃতিঃ ।
সর্বাণ্যংগানি মে পাতু নীলচংদনভূষণঃ ॥ 6॥

ফলশ্রুতিঃ
রাহোরিদং কবচমৃদ্ধিদবস্তুদং যো
ভক্ত্যা পঠত্যনুদিনং নিযতঃ শুচিঃ সন্ ।
প্রাপ্নোতি কীর্তিমতুলাং শ্রিযমৃদ্ধি-
মাযুরারোগ্যমাত্মবিজযং চ হি তত্প্রসাদাত্ ॥ 7॥

॥ ইতি শ্রীমহাভারতে ধৃতরাষ্ট্রসংজযসংবাদে দ্রোণপর্বণি রাহুকবচং সংপূর্ণম্ ॥

Leave a Comment